রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না- আনিসুল হক

বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না- আনিসুল হক

আবুল খায়ের স্বপন।।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচন চায় না। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নির্বাচন হবে।

আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আবদুল্লাহ ভূঁইয়ার বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না। তারা জাতির পিতাকে হত্যা করেছে। বিএনপি সরকার জাতির পিতার হত্যার বিচার যাতে না হয়, সেজন্য আইন করেছে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আবার নৈরাজ্যের দেশ হয়ে যাবে। আমরা আর ওই অবস্থায় ফিরে যাব না। বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে উঠে গেছে। এ ধারা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে শেখ হাসিবার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’

তিনি বলেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় ছিল। তারা একটি মডেল মসজিদও নির্মাণ করে নাই। তারা সব সময় ধর্মের কথা বলে। তারা বলত, আওয়ামী লীগ ক্ষমতায় এলে উলুধ্বনি পড়বে। অথচ শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD