বৃহস্পতির আড্ডার নিয়মিত ভার্চুয়াল আড্ডাটি আজকে সদ্য প্রয়াত কবি অনুবাদক তুলনামূলক সাহিত্যের অধ্যাপক অলোক রন্জন দাসগুপ্তকে নিবেদন করা হয়।
আজকের আড্ডায় উপস্থিত ছিলেন কবি নাসির আহমেদ কবি দিলারা মেসবাহ কবি নাহার আহমেদ কবি তাহমিনা কোরাইশী কবি সরকার মাহবুব কবি নূর কামরুন নাহার কবি নিলুফা জামান সাবিনা স্বপ্না
পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হন কবি সৌমিত বসু কবি কৃষ্ণা ব্যানার্জি।
কবি সৌমিত বসু তার আলোচনায় কবি অলোক রন্জন দাসগুপ্তের কবিতার শরীর নির্মাণ শব্দ তৈরি শব্দ প্রয়োগে মুন্সিয়ানা ছন্দের নির্ভুল ব্যাবহার ও বিশ্বজনীনতা এবং তার সাথে স্মৃতিচারণে ব্যাক্তিজীবনের না না দিক তুলে আলোচনা করেন।
কবি অলোক রন্জন দাসগুপ্তের বেশ কয়েকটি কবিতা পড়ে শোনান।
সকলেের অংশগ্রহণে প্রাণবন্ত শোক প্রকাশ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দুই ঘন্টা ব্যাপী চলা অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম।
Leave a Reply