বাকের সরকার বাবর, বিষেশ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচটি সংগঠনসহ ২৮ জন করোনাযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে। সরস্বতী পুজা উপলক্ষে বুধবার রাতে অরুণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
পরে আরেক আয়োজনে তৃতীয়বারের মতো নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজলকে সংবর্ধনা দেয়া হয়। দু’টি অনুষ্ঠানেই মঞ্চ মাতান দেশ সেরা কৌতুক অভিনেতা হারুণ কিসিঞ্জার।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন পৌর মেয়রের মালিকানাধীন খালি জায়গায় সংগঠনের উপদেষ্টা হিরালাল সাহার সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর এ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু, কাউন্সিলর মো. আতিকুর রহমান, মো. মন্তাজ মিয়া, মো. রফিকুল ইসলাম শিশু, নারগিস পারভীন, মিলি আক্তার। অতিথিদের হাতে করোনাযোদ্ধা সম্মাননা তুলে দেন সংঘের সদস্যরা। ব্যবসায়ি শফিকুল ইসলামের পক্ষে সম্মাননা ক্রেস্ট নেন তাঁর বড় ভাই মো. ইদন মিয়া। ওই সময় রুদ্র’র হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
এদিকে রাত সাড়ে ১০টায় তিনবারের নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজলকে সংবর্ধনা দেয়া হয়। একই সঙ্গে করোনাযোদ্ধা হিসেবেও তাঁকে সম্মাননা দেয়া হয়। এ সময় করোনাযোদ্ধা জেলা পরিষদ সদস্য মো. আতাউর রহমান নাজিম, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. রসুল আহমেদ নিজামীকে করোনাযোদ্ধা সম্মাননা দেয়া হয়। স্থপতি তানিয়া আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অ্যাডভোকেট যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চন্দন কুমার ঘোষ, শ্রী শ্রী রাধামাধব আখড়ার সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, নব নির্বাচিত পৌর কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমেরিকা প্রবাসি নেসার আহমেদ খলিফা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।
Leave a Reply