আবুল খায়ের স্বপন।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাফিয়া বেগম উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ গ্রামের সেকান্দার আলীর মেয়ে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
বিজয়নগর ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমাড় ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় সিলেট অভিমুখী ইউনিক বাস শাফিয়া বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply