মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় আইসিটি অ্যাম্বাসেডর ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় আইসিটি অ্যাম্বাসেডর ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

আবুল খায়ের স্বপন।।
আজ সোমবার (২০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সম্মেলন কক্ষে আইসিটি জেলা অ্যাম্বাসেডর ও ২০২২ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মো. ছালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিনাইর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য এম এ এইচ মাহবুব আলম, সরাইল উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা, পিটিআই ইন্সট্রাক্টর সুমন মল্লিক, নাসিরনগর উপজেলার নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অরুণ জ্যোতি ভট্টাচার্য, নাসিরনগর ইউয়ারসি ইন্সট্রাক্টর জিনাতুন নাহার, কসবা উপজেলার মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো.ফারুক আহমেদ ভুইয়া, আখাউড়া উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিব আলী রাসেদ, কালিকচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদা আক্তার ও মিন্টু সুত্রধর। অনুষ্ঠানে ৬ জন জেলা আইসিটি অ্যাম্বাসেডর ১৩ জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টর ইউআরসি ইন্সট্রাক্টর, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কাব স্কাউট শিক্ষক ও অফিস স্টাফকে সংবর্ধনা দেওয়া হয়। কসবা উপজেলা থেকে ২ জন আইসিটি জেলা অ্যাম্বাসেডর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন ও ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সাইদুর রাহমান খান, জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফারুক আহমেদ ভুইয়া, শ্রেষ্ঠ কাব শিক্ষক মো.জামাল হোসেন আখন্দ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মইনপুর পুর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD