আবুল খায়ের স্বপন।।
আগামী ১৫ দিনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব কটি ট্রেনের যাত্রাবিরতি না দেওয়া হলে রেল যোগাযোগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সংস্কার ও ট্রেনের যাত্রাবিরতির দাবিতে শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে হওয়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্তার হোসেন সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, সম্মিলত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর, প্রেস ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মো. নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, আয়কর সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার দাস, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা যুবলীগের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, আবরণীর নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান পারভেজ প্রমুখ।
এ সময় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশন ছয় মাসেও সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
Leave a Reply