বিশেষ প্রতিনিধি।।।
ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলামির ডাকা হরতাল সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকরি প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থনকারীরা।
বোরবার (২৮ মার্চ) সকাল ১০টার পর থেকে হরতাল সমর্থনকারীরা বিক্ষোভ শুরু করে।
এরপর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো পরিস্থিতি শান্ত হয়।
এদিকে, জেলা প্রেসক্লাবে হামলা চালিয়ে মূল ফটক ভাঙচুর করে। পরে প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামিকে কুপিয়ে জখম করে হরতাল সমর্থনকারীরা।
বর্তমানে প্রেসক্লাবের ভেতর ৪০ জন সাংবাদিক অবরুদ্ধ রয়েছেন।
এছাড়াও হামলাকারীর আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলে তারা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।
Leave a Reply