সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

বিশেষ প্রতিনিধি।।

করোনা সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের পৌর মার্কেট, সুপার মার্কেট, মসজিদ রোড, কোর্ট রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণকালে জনসাধারণকে করোনা সংক্রমণরোধে বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেয়া হয়। সচেতনতা মূলক প্রচারাভিযান কালে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত এসপি (সদর সার্কেল) মো. মোজাম্মেল রেজা বলেন, আমরা প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করেছি। মানুষকে স্বাস্থ্যবিধি মানার জন্য পরামর্শ দেয়া হয়েছে। মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে চলাফেরা করে নিজের পাশাপাশি দেশ ও সমাজকে সুরক্ষা করতে পারে সেজন্য এই প্রচারণা করা হয়েছে। পুলিশের এই প্রচারণা অব্যাহত থাকবে।

এসময় অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. শাহজাহান, সদর মডেল থানার ইনস্পেক্টর (অপারেশন) ইশতিয়াক আহমেদসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD