-পিঙ্কি সিং।।
ভয়..
জানি না যে
মনের ভেতরে কবে থেকে
তুমি বাসা করে রয়েছো?
তুমি মনের ঘরে আরামে
ঘুমিয়ে পড়েছো…
যখন ঘুমিয়ে থাকো তখন
সবকিছুই ভালোবেসে ফেলি
তখন আনন্দে ভরা মন
জয় করে ফেলে পুরো পৃথিবী
কিন্তু তোমার ঘুম ভাঙলেই
আমি অস্থির হয়ে পরি
এই অস্থিরতায় নিজেকেই হারিয়ে ফেলি
মন ভরে যায় অবিশ্বাসে
তখন চোখ খুললেও অন্ধকারে
কিছুই দেখতে পাই না
আর খুঁজতে থাকি আশ্রয়
যেখানে তুমি থাকলেও…
আমি দূরে থাকবো
তোমার এই ভয়াবহ রূপ থেকে
Leave a Reply