‘
কল্যাণীঃ রবিবার ওপার বাংলার কল্যাণীর ২নং বাজার সংলগ্ন ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ভবনে’ সাড়ম্বরে প্রকাশিত হল কুশল মৈত্র সম্পাদিত ‘মৈত্রীদূত’ পত্রিকার বইমেলা সংখ্যা। মঞ্চে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দুই বাংলার জনপ্রিয় কবি-নাট্যকার ও সম্পাদক আরণ্যক বসু, কবি ও সাহিত্যিক পীযূষ বাচি, কবি ও গল্পকার সুখেন্দু বিকাশ মৈত্র। প্রায় ১০০ জন লেখকের কলমে সেজে উঠেছে এবারের শারদীয় সংখ্যা। প্রভাত চৌধুরী, মন্দিরা রায়, দ্বিজেন আচার্য, আরণ্যক বসু, এবাদুল হক, গোলাম রসুল, সুবীর ঘোষ, পীযূষ বাকচি, তাজিমুর রহমান, অভিজিৎ দাসকর্মকার, দেবাশিস ঘোষ, উদয়শঙ্কর বাগ, হরিৎ বন্দ্যোপাধ্যায়, অনুশ্রী দাসঘোষ, দিলীপকুমার দত্ত, বিধানেন্দু পুরকাইত, চন্দন সাহা, মিত্রা ঘোষ, বিশ্বজিৎ কর্মকার, উদিত শর্মা, নিলয় নন্দী, তাপস গুপ্ত, চৈতালী বসু, সমরেন্দ্র বিশ্বাস, সংঘমিত্রা মুখার্জী, ঈশানী রায়চৌধুরী, তমাল সাহা, কুশল মৈত্র, সীমা রায়, মালা চক্রবর্তী, সাথী মণ্ডল, অশোক চক্রবর্তী, সুখেন্দু বিকাশ মৈত্র, হিমাংশু ভূষণ বালো, জালাল উদ্দিন আহম্মেদ, সন্তোষ মুখোপাধ্যায়, শমিত মণ্ডল, রণজয় মালাকার, দীপক সাহা, দেবনারায়ণ মোদক, সৌম্য ঘোষ, বিপ্লব বিশ্বাস, রামামৃত সিংহ মহাপাত্র, নিত্যরঞ্জন দেবনাথ, মানস সরকার, কাজল মহান্ত, প্রগতি মাইতি, দেব চক্রবর্তী, রবীন বসু প্রমুখ গুণিজনের কলমে কবিতা, গল্প, অণুগল্প, প্রবন্ধনিবন্ধ, রম্য রচনা, ভ্রমণ কাহিনি, গ্রন্থ সমালোচনা ও চিঠিপত্রে সমৃদ্ধ এবারের সংখ্যাটি সুধীজনের দৃষ্টি আকর্ষণ করে। এদিন পত্রিকা সম্পাদক শ্রী কুশল মৈত্র বলেন— “মৈত্রীদূত মৈত্রীর সেতু ধরে আজ পৌঁছে গেছে সমস্ত দিকে, যা পাঠককুলের ভালোবাসার ফসল। এতো মানুষের সমাগম, সাহিত্যের প্রতি অনুরাগী পাঠককুলকে জানাই অফুরান ভালোবাসা, শুভেচ্ছা।”
‘মৈত্রীদূত’ জানুয়ারি বইমেলা ২০২১ সংখ্যার স্বরচিত কবিতা, গল্প ও বক্তব্যে ছিলেন আরণ্যক বসু, পীযূষ বাচি, সুখেন্দু বিকাশ মৈত্র, রণজয় মালাকার, ঈশানী রায়চৌধুরী, দেবাশিস ঘোষ, বিধানেন্দু পুরকাইত, সীমা রায়, শমিত মণ্ডল, উদিত শর্মা, অনুশ্রী দাসঘোষ, জালাল উদ্দিন আহম্মেদ, বিশ্বজিৎ কর্মকার, নিলয় নন্দী, মালা চক্রবর্তী, সংঘমিত্রা মুখার্জী, চৈতালী বসু, মানস সরকার, চন্দন সাহা, সৌম্য ঘোষ, অজয় চক্রবর্তী, চুনীলাল দেবনাথ, হিমাংশু ভূষণ বালো প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস রায়। ‘মৈত্রীদূত’ এগিয়ে চলুক সাহিত্যসাধনার নিরলস প্রয়াসে।
Leave a Reply