সংবাদ দাতাঃরাকিব মাহমুদ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত দেশের একমাত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এর শুভ উদ্ভোদন হয় আজ(বুধবার)।
উক্ত উদ্ভোদনী অনুস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের মাননীয় উপাচার্য ড.বিশ্বজিৎ ঘোষ।তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ভোদনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়।এর ফলে শাহজাদপুরের মানুষ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও ভালো করে জানার সুযোগ পাবে।
মাননীয় উপাচার্য ছাড়াও উক্ত উদ্ভোদনী অনুস্থানে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম সরোয়ার,পরিচালক – অর্থ ও হিসাব দপ্তর( চলতি দায়িত্ব), জনাব শিবলী মাহবুব,উপ- পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর ( চলতি দায়িত্ব), মাননীয় ট্রেজারার মহোদয়,বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ,রেজিস্ট্রার মহোদয়, জনান সোহরাব আলী,জনাব রওশন আলম স্যার, চেয়ারম্যান, সংগীত বিভাগ,জনাব নজরুল ইসলাম,লেকচারার, অর্থনীতি বিভাগ।শারমিন সুলতানা লেকচারার, অর্থনীতি বিভাগ।
জনাব বিজন কুমার, লেকচারার অর্থনীতি বিভাগ।শারমিন আক্তার
চেয়ারম্যান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।
উক্ত উদ্ভোদনী অনুস্থানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সোহাগ হোসাইন,বাধন আহমেদ,আনোয়ার,সুমন,মোন্নাফ, রাকিবসহ আরও অনেকে।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply