প্রেসনোট।।
গত ২৪ অক্টোবর রাজধানীর মিরপুর ১২ নাম্বারে, রমজানুন নেসা মার্কেটের দ্বিতীয় তলা, কায়ানত বাই শবনম ব্র্যান্ডের শুভ উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদা সিলাত ডিজাইনার এন্ড সিইও অফ নিডস লাইফ স্টাইল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাদাত হোসেন এম জি এফ সেকেন্ড ডিস্ট্রিক্ট গভর্নর,বাংলাদেশ লায়ন্স ক্লাব। প্রোগ্রামের আয়োজন করেন কায়ানাত ব্র্যান্ডের ওনার শবনম রশিদ। মাানস্মত পরিষেবা প্রদানের প্রতি প্রতিশ্রুতি দিচ্ছেন মালিকপক্ষ।
কায়ানত বাই শবনম ব্র্যান্ডে সবচেয়ে যুগোপযোগী এবং রুচিসম্মত ড্রেসের সমাহার রয়েছে। সকল ধরনের লেডিস ড্রেস পাওয়া যাচ্ছে এই কায়নাত ব্রান্ডে। উদ্বোধনী অনুষ্ঠানে অনেক অতিথি এবং এটা সাধারণের উপস্থিতি ছিলেন।
Leave a Reply