আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশিষ্ট শিক্ষাবিদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট, সাবেক ভিসি, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বড়ইয়া ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ড. এমএ হান্নান ফিরোজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কলেজ হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান মনিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ গাজী মো. জসীম উদ্দীন, শিক্ষক মাকসুদা পারভীন, নীল কমল সানা, অসীম রঞ্জন সিকদার, শ্যামল চন্দ্র পাল, মোস্তফা কামাল। সঞ্চালনা করেন প্রভাষক ( হিসাববিজ্ঞান) মো. আমিনুল ইসলাম। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply