আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলার ইদ্রোপাশা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পূর্ব ইন্দ্রপাশা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), পশ্চিম ইন্দ্রপাশা এলাকার মো. হেদায়েত আলীর ছেলে মো. সুমন মিয়া (২৯)। এ সময় তাদের তল্লাশী করে তরিকুলের কাছ থেকে ৯০ পিস ও সুমনের কাছ থেকে ২৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply