বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

রাতভর গুলির লড়াইয়ে মারা পড়েছে ৩ জঙ্গি, শহিদ পুলিশকর্মী

রাতভর গুলির লড়াইয়ে মারা পড়েছে ৩ জঙ্গি, শহিদ পুলিশকর্মী

কলকাতা প্রতিনিধি

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছিল গত ৩দিন ধরে৷ তবে শনিবার রাতভর চলে গুলির লড়াই৷ তবে শুধু শনিবার নয়৷ সূত্রের খবর এখনও চলছে গুলির লড়াই৷ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন যে, নাকা চেকিং-এর দায়িত্বে থাকা পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা৷ পান্থাচৌকের মেন রাস্তার কাছে ঘটে এই ঘটনা৷ ২০জনের পুলিশ দল, ৫০ জন আরআর এবং সিআরপিএফ মিলে তল্লাশি অভিযান শুরু করে৷ পাল্টা হামলা চালায় জঙ্গিরা৷

জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশের এক এএসআই। নিহত ওই এএসআই এর নাম বাবু রাম। গুলির লড়াইয়ে ৩ জঙ্গি খতম হয়েছে৷এলাকায় চলছে চিরুনি তল্লাশি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সিআরপিএফ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD