সাবরীন জেরীন
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নগুলো প্রচার-প্রচারণা শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।
এই নির্বাচনে আওয়ামীলীগের দলীয় কোন মনোনয়ন না থাকায় প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎফুল্লতা। একই সাথে ভোটারদের মধ্যেও রয়েছে চাঞ্চল্যতা!
উপজেলার শিরুয়াইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে রাজনীতিতে নবীন প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবৃন্দুতে রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রানা হাওলাদার।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরেই তৃনমূলের রাজনীতিতে প্রবেশ তার। রাজনীতিতে নবীন হলেও এলাকায় সামাজিক কাজে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের পাশে থেকেছেন তিনি। আর একারনেই নির্বাচনে তার প্রার্থীতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ।
গত বছর করোনার শুরু থেকেই শিরুয়াইল ইউনিয়নের খেটে খাওয়া মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করে গেছেন। মূলত করোনাকালীন সময়ে তার কার্যক্রমের মধ্য দিয়েই সাধারন মানুষের আস্থা অর্জন করে নিয়েছেন। আলোচনায় এসেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের সন্তান রানা হাওলাদার নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দোয়া চাইতে।
ভোটারদের সাথে আলাপ করলে তারা জানান,’ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন যোগ্য এবং সৎ ব্যক্তি এই রানা হাওলাদার। বয়সে নবীন এই প্রার্থী ইতোমধ্যে সাধারন মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। তা ছাড়া সম্পূর্ন ক্লিন ইমেজের একজন লোক তিনি। নির্বাচনে জয়ী হতে পারলে ইউনিয়নের উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে বিশ্বাস আমাদের।’
জানতে চাইলে রানা হাওলাদার বলেন,’এলাকার মানুষের ভালোবাসা ও অনুরোধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি। তৃনমূলের অবহেলিত মানুষের পাশে থেকে আজীবন কাজ করে যেতে চাই।’
তিনি আরো বলেন,’এলাকার মানুষ পরিবর্তন চায়। তাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।’
Leave a Reply