সিয়াম মাহমুদ।।
আজ আখাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও স্বাস্থ্য কমপ্লেক্স এর ভবণ উদ্ভোধন ও ভিত্তি প্রস্থ স্থাপন উপলক্ষ্যে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি আরও বলেছেন, করোনা মহামারিতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় দেশের জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক তখনই তারা(বিএনপি-জামায়াত) এসি রুমে বসে বলে বেড়াচ্ছে এটা হয়নি, ঐটা হয়নি, এটা হচ্ছে না, ঐটা হচ্ছে না। বিদেশে যাওয়ার নাম করে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে চাই। তাদেরকে বলে দিতে চাই, শেখ হাসিনা সরকার কোনো ষড়যন্ত্রকে ভয় করে না।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার জনাব আনিসুর রহমান ও আখাউড়া
উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌরসভার মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকোট রাশেদুল কাইসার জীবন এবং আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস রুমানা আক্তার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগ এর আহ্বায়ক জনাব অধ্যক্ষ(অব.) মোঃ জয়নাল আবেদীন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, পাশাপাশি আখাউড়া উপজেলা যুবলীগ, আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের সকল ইউনিয়ন পরিষদের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply