ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।
সারা দেশে একযোগে ইউপি নির্বাচনের প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজী এডভোকেট আবুল বাসার পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা জানান সবুজ বাংলাদেশ সংগঠন।
গত শরিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় সমগ্র দেশের আলোচিত ও স্বনামধন্য সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের ০৩নং চরক্লার্ক ইউনিয়ন শাখার পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আবদুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মো: আবদুল্যাহ আল নোমান, উপজেলার সভাপতি খন্দকার মো: দিদারুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো: আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ রেজা, সংগঠনের পৃষ্ঠপোষক উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক মো: বেলাল উদ্দিন সর্দ্দার, মো: ইব্রাহিম খলিল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সংগঠনের চরক্লার্ক ইউনিয়নের সভাপতি মো: জাকার আহম্মদ, সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা রনি, সহ-সভাপতি মো: মনির আহমদ, সহ সভাপতি মোঃ আবদুল্যাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম’সহ চরক্লার্ক ইউনিয়নের সবুজিয়ান বৃন্দ।
কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আবদুল হক জানান, উপজেলার চরক্লার্ক ইউনিয়নের এডভোকেট আবুল বাসার চেয়ারম্যানকে সবুজ বাংলাদেশ সংগঠন চরক্লার্ক ইউনিয়ন শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এবং শুভেচ্ছা বিনিময় শেষে একই ইউনিয়নের প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছে।
হাজী এডভোকেট আবুল বাসার চেয়ারম্যান জানান, সমগ্র দেশের আলোচিত ও স্বনামধন্য সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশের ০৩নং চরক্লার্ক ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা হিসেবে আমাকে সংযুক্ত করায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও তিনি আরো জানান, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে সংগঠনের স্বার্থে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছি।
Leave a Reply