ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।
নোয়াখালী সুবর্ণচরে লাইসেন্সবিহীন ৪টি স’মিলে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (২৮ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় উপজেলার ২ ইউনিয়নের ৪ টি করাত কলে এই অভিযান পরিচালিত হয়।
করাত কল গুলো হলো চর আমান উল্যাহ ইউনিয়নে বৈরাগী বাজারে অবস্থিত এনায়েত উল্যাহ বাবুল স-মিল ও হেজারাম স-মিল এবং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকায় অবস্থিত হেলাল স-মিল ও সাহাদাত স-মিল।
উপজেলা বন বিভাগের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা জানান, করাত-কল (লাইসেন্স) ২০১২ বিধিমালা ৩ এর ১ ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন চারটি স’মিলে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত করাত-কলগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো বলেন, এইধরনের অনিয়মকারীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
Leave a Reply