সুপ্রভাত মেট্যা
তুমি এসে পাশে বসলেই কথাও কবিতা হয়ে ওঠে।
হাত রাখলে মনে হয় হাতের উপর ,ও আমার স্বপ্ন ,
সোনা ফলে যায় । শীত শীত তোমার ও বুকে দীর্ঘায়ু অন্ধকার আমি দেখি কুয়াশা রহস্যের চাদর জড়ানো ,আর ক্ষুধা …..
আমার যুবক মন আরও জটিল করে ফেলে !
তোমার দুধের বাটিতে যে হাজার লক্ষ্য পড়ে আছে,সে আমার প্রথম ইর্ষা ,আমার প্রথম প্রেম ,আমি তাকে যথার্থই সম্মান করি এখনও ।
তপ্ত এক দুপুরের মতো অশালীন ,অসুখ-হাতে লেখা ,
সেই সময়ের কবিতাই বলে দিত তোমার সাহস,এবং সংযোগের শারীরিক রাত-
তারা কেমন ছিল !
সম্পর্ক টেনে এনে মিলনকে প্রাপ্তির যুক্তি দেখিয়ে খাড়া করাই ঘনিষ্ঠতা মনে হয়েছিল সেইদিন,সেইসময় আমাদের !
Leave a Reply