নাজমা বেগম নাজু।।
স্মৃত্যুন্জয়ী এক প্রবল নিশ্বাসে জেগে ওঠো তুমি
বেঁচে ওঠো আছিয়া,
জেগে ওঠো প্রমত্ত হুংকারে,
স্বদেশ কাঁপানো উত্তাল চিৎকারে,
বিশ্বকে জানাও তুমিও মানুষ
মানব সত্তার তুমিও তো জয়গান।
রক্ত লোলুপ হায়েনারা জানুক
কাঁপুক আর্তনাদে, মরণ ভীতির
বিধ্বংসী অভিশাপে।
কালজয়ী এক সূর্য মশাল তুমি
আাকাশ অশেষ নক্ষত্র কণা
অযুত নিযুত লক্ষ মায়ের বুকের মানিক
চির আদরিনী মেয়ে। মহা বিক্রমে
জেগে ওঠো তুমি, বীর নারী এক বীর শিশু তুমি।
মাংস লোভী দুই পেয়ে জানোয়ার
পুড়ে ছাই হোক সৌরবিজয়ী অগ্নিপিন্ডে তোমার।
তোমার স্বদেশ তোমার মাতৃভূমির
ঘৃনিত পদাঘাতে, নিশ্চিহ্ন হবে বক্তখেকোর দল।
আর কোনদিন, কোন আর শোন
নরমাংসভূক লোভী হায়েনার দল
ছিটেফোঁটা অক্সিজেনও
পাবে না এখানে জেনো।
আছিয়া, জানো তো এটা মহান স্বাধীনতার মাস
তুমি অগ্নিঝরা মার্চের
উত্তাল রাজপথ হয়ে ফিরে এসো,
জেগে ওঠো প্রমত্ত চিৎকারে
বেঁচে ওঠো শক্তিময়ী হুংকারে।
Leave a Reply