কলকাতা (ভারত) প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে একশ জন প্রভাবশালীর মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মতী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার মধ্যে ভারতের আরও দু জন আছেন। মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও সিরাম কর্তা আদর পুনেয়ালা। সাম্প্রতিক এক সমীক্ষায় ‘টাইম ম্যাগাজিন’ এ কথা প্রকাশ করেছে।
তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন,ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস,প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,চীনা প্রেসিডেন্ট জি জিনপিং, ডিউক এবং ডাচেস অফ সাসেক্স প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা, তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বরাদরও। ২০২১সালের সমীক্ষায় টাইম ম্যাগাজিন এটা প্রকাশে আনে।
টাইম ম্যাগাজিনের এই সম্মান নিঃসন্দেহে এক নয়া পালক বাংলার মুখ্যমন্ত্রীর জন্য। মুখ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ কে কুর্নিশ জানানো হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। তাঁর প্রোফাইলে বলা হয়েছে “বর্তমানে ভারতীয় রাজনীতির অন্যতম আগ্রাসী মুখ এই রাজনীতিক। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটিকে তিনি নেতৃত্ব দেন না বরং তিনি নিজেই একটা দল। পরিবার তন্ত্রের ধারক বাহক তিনি নন। সামান্য দুধের ডিপো থেকে শুরু হয়েছিল তাঁর জীবন সংগ্রাম। লড়াই করার মানসিকতা এবং তিল তিল করে গড়ে তোলা মানবদরদী ইমেজই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে “।
টাইম ম্যাগাজিন আরও বলছে” ৭৪ বছরের স্বাধীন ভারত তিন জন গুরুত্বপূর্ণ নেতাকে পেয়েছে।
জওহরলাল নেহেরু,ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী। কিন্তু নরেন্দ্র মোদী ভার তকে ধর্মনিরপেক্ষ থেকে টেনে নামিয়ে হিন্দু রাষ্ট্র করার দিকে নিয়ে যাচ্ছেন।তাঁর আমলে ভারতে সংখ্যালঘুদের অধিকার খর্ব হয়েছে এবং সাংবাদিকদের ঠাঁই হয়েছে জেলে “।
করোনা সংক্রমণ রোধে বিশ্বে সবচেয়ে বেশি টিকা তৈরি করেছে আদর পুনাওয়ালার সংস্থা সিরাম ইন্সটিটিউট। এই সংস্থার হাত ধরেই ভারতে কোভিশিল্ড তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। তাঁর প্রোফাইলে বলা হয়েছে “এখনও করোনা মহামারি শেষ হয়নি। কিন্তু শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন পুনাওয়ালা। কারণ,টিকা না থাকলে ভাইরাসের একাধিক স্ট্রেইন এসে সংক্রমণের হার বৃদ্ধি করতে পারে। টিকার অভাবে বিশ্বের একাধিক দেশে অনাক্রমতা তৈরি হতে পারে”।
আর সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাম বরাদরকে নিয়ে টাইম ম্যাগাজিন বলছে, “শান্ত এই মানুষটি কদাচিৎ প্রকাশ্যে আসেন ও বিবৃতি দেন। কিন্তু প্রশ্ন উঠছে যে ব্যক্তি আফগানিস্তানের মাটি থেকে মার্কিন সেনা বের করে দেন, তিনি কি নিজের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারবেন “।
Leave a Reply