শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু হচ্ছে যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু হচ্ছে যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

নিডস নিউজ ডেক্সঃ

মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকছে না।
জানা যায়, কওমি মাদ্রাসায় দাওরা হাদিস পর্যায়ের পরীক্ষা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদ্রাসার বড় বোর্ড বেফাক।

মহামারির মধ্যে পরীক্ষা আয়োজনের অনুমতি দেয়ায় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও বেফাক মহাপরিচালক।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, ভাইরাস সংক্রমণ রোধে পরীক্ষার হলে অবশ্যই সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মানতে হবে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাপরিচালক যুবায়ের আহমাদ চৌধুরী জানান, আগামী ২০ সপ্টেম্বরের মধ্যেই মাস্টার্স এর পরীক্ষা শুরু হবে। আর অন্য পরীক্ষাগুলো না নিয়ে আগের রেজাল্ট এর উপর বিবেচনা করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যেই কেবল দাওরায়ে হাদিস বা গ্রাজুয়েশন ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে কওমি মাদ্রাসাগুলো। আবেদনের প্রেক্ষিতে কেবল কওমির দাওরা হাদিস লেভেলের পরীক্ষা নেয়ার অনুমতি দেয় সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD