নিউজ ডেস্কঃ
বহুল আলোচিত মাস্ক কেলেঙ্কারির অভিযোগে, গ্রেপ্তার হলেন জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। অনিয়ম অনুসন্ধানে আব্দুর রাজ্জাককে গত ৮ জুলাই ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে, রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক ।
করোনাকালে নিম্নমানের সাধারণ মাস্ককে ‘এন-৯৫ মাস্ক’ লিখে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) সরবরাহ করে এসেছে জেএমআই হসপিটাল রিকুয়েস্টিং ম্যানুফ্যাকচারিং লিমিটেড।সাধারণ মাস্কের প্যাকেটে এন-৯৫ মাস্ক লেখায় জেএমআইকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল সিএমএসডি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ও এন-৯৫ মাস্ক জালিয়াতির বিষয়টি তদন্ত করে। তদন্তে জানা যায়, মুন্সীগঞ্জের একটি কারখানায় অনুমোদনহীন সরঞ্জাম দিয়ে সাধারণ মাস্ক তৈরি করে সেগুলোতে এন-৯৫ লিখে সরবরাহ করে জেএমআই, যা করোনা প্রতিরোধে কোনো ধরনের ভূমিকা রাখতে নয়।
Leave a Reply