কসবা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ ২০২৫’ প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে ইউনিয়ন পর্যায়ে বাছাইপর্ব শেষে নির্বাচিত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কসবা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
অনুষ্ঠানে বিতর্ক, কেরাত, উন্মুক্ত গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত ও আধুনিক গানের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা প্রকাশে এ আয়োজন ছিল মনোমুগ্ধকর।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা জায়েদ হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং অভিভাবকগণ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “নতুন প্রজন্মকে মেধা ও মননে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই।”
অনুষ্ঠান শেষে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবেন।
Leave a Reply