সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সাবরীন জেরীন,মাদারীপুর।।
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২০ পালন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮টায় মাদারীপুর ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং মাদারীপুর মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্থরের মানুষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব আব্দুল হান্নান, জনাব চাইলাউ মারমা, অতিঃ পুলিশ সুপার (ডিএসবি), জনাব মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিঃ পুলিশ সুপার (সদর), জনাব এহসানুর রহমান ভূইয়া অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা, জেলা হাসপাতাল, শিশুসদন ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা, অনলাইন চলচ্চিত্র প্রদর্শন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির পিতার স্বপ্নের বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ও ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চতম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে মাদারীপুর শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এ বছরও করোনা মহামারী উপেক্ষা করে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এমদাদুল হক খান ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মিলে কলেজের ম্যানেজিং কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন ইয়াদ, মেয়র-মাদারীপুর এবং ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসক, মাদারীপুর মহোদয়ের সাথে মুক্তিযুদ্ধের মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে পুষ্পস্থাপক অর্পন করেন এবং কলেজ ভবনে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা আনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সকালের নাস্তা পরিবেশন করা,মাইকিং এর ভিত্তিতে আগত শতাধিক রোগীদের মেডিকেল অফিসার, ইন্টার্নশীপ ডাক্তারগন ও কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
উল্লেখ্য, প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার সোহওরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্থানী বাহিনীর প্রায় ৯১, ৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করেন। এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD