স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মানষিক বিকাশ ও শাররীক উৎকর্ষ সাধনে খেলা ধুলার গুরুত্ব
অপরিসীম।একজন খেলোয়ার্ড ভালো ক্রিড়া নৈপুর্ন দেখিয়ে আন্তজার্তিক অঙ্গনে দেশের মান উজ্বল করতে পারে।সুস্হ সবল দেহ গঠনে ও মনকে প্রফুল্য রাখতে সকল কে খেলা ধুলার
চর্চা করতে হবে।
খুলনার দাকোপের বাজুয়ার কাঁকড়াবুনিয়া সার্বজনীন ১৬ দলীয় ক্রিকেট টুুুর্নামেন্টে প্রধান অতিথির বক্তিতায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কায্য নির্বাহী সদস্য অ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিএসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে নলিনী রন্জন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মানষ রায়,বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু, বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন
সম্পাদক মির্জা সাইফুল ইসলাম টুটুল,৩৩ নং পোল্ডারের পানি ব্যবস্হাপনা এ্স্যোসিয়েশনের সভাপতি রবার্ট হালদার,সমাজ সেবক বিধান বিশ্বাস, সহ আরো অনেকে।
.
Leave a Reply