নিউজ ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের খন্দকার বাড়ির প্রখ্যাত ও সম্মানিত শিক্ষক আব্দুর রশিদ মাস্টার সাহেব আর নেই। তিনি গত রাত ২৩ এপ্রিল রাত ৯. ৩০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮২ বছর।
তিনি এলাকার একজন আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি নীডস গ্রুপের এমডি, প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার-এর পিতা।
তাঁর জানাযার নামাজ আজ বাদ জোহর, চন্দ্রপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।তিনি স্ত্রীসহ চার ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply