রোজিনা ইসলাম
হে বঙ্গবন্ধু,তোমায় দেখিনি
দেখেছি তোমার সমাধি!
অশ্রুসিক্ত নয়নে
শত ব্যথা লয়ে গোপনে
তবুও তোমার মুখ উঠেছিল ভেসে।
হে বঙ্গবন্ধু,তোমায় দেখিনি
ছুঁয়েছি তোমার হাত!
ব্যলকনি,সিঁড়ি,জানালার গ্রিল
যেখানে তোমার হাতের স্পর্শ
এখনো আছে মিশে।
হে বঙ্গবন্ধু,তোমায় দেখিনি
ছুঁয়েছি তোমার পদচিহ্ন!
পুকুরের ঘাট, মেঝে,
নদীর তীর,মেঠোপথ
যে পথে হেঁটেছো তুমি
কোন কাজে বা অবকাশে।
হে বঙ্গবন্ধু,তোমায় দেখিনি
ছুঁয়েছি তোমার চোখ!
ফসলের মাঠ, নদীর তীর,
দূরের নীল আকাশ
যেখানে তোমার
দৃষ্টি পরেছে হেসে।