সুবর্ণা_মজুমদার।।
শাশ্বত এ সম্পদ রয়েছে অক্ষত,
শুধু কালের বিবর্তনে দৃষ্টি বিভেদ
তবু যায় ছুঁয়েই তাদের।
এই যে শরতের বিস্তৃত নীলাভ আকাশটা, কাঁচপোকা,সারস, গঙ্গা ফড়িং,
গাঙ শালিক,বকেদের বিচরণ!
চেতনে অবচেতনে স্বপ্নে কবিতায়, আঁধারের বুক চিরে ওঠা তৃতীয়া চাঁদ, হঠাৎ’ই অরণ্য কাঁপানো বাঁদুরের ডানা ঝাপটানো!
প্রকৃতস্থ প্রকৃতির শব্দগুলো
পৃথিবীর সাথে রয়ে যাবে অক্ষত।
মাঝে চলতে থাকা আসা ও যাওয়ার
পথে রয়ে যাবে দৃষ্টিভেদে
এই ধনচর্চার কাব্যসুধা।
।
Leave a Reply