মোঃ মহসিন মিয়া
শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরিয়তপুর জেলায় গোসাইরহাট উপজেলায় কোদালপুর ইউনিয়নের (৪)নং ওয়ার্ডের ঢালী পাড়া গ্রামে আমজাদ মৃধার বাড়িতে আগুনে পুরে শেষ হয়ে যায় সব কিছু।
শনিবার (৩১-১০-২০২০) রাত আনুমানিক ৮টা সময় অগ্নিকান্ড দেখা যায়। দেখা গেলে এলাকাবাসী এসে অগ্নিকান্ড নিভাতে চায় কিন্তু বাতাস থাকার কারনে এলাকাবাসী অগ্নিকান্ড নিয়ন্ত্রণ করতে সময় লেগে যায়।
জানা যায় যে রান্না করার সময় রান্নাঘর থেকে অগ্নিকান্ডে উৎপত্তি হয় ও প্রচন্ড বাতাস থাকার কারনে অগ্নিকান্ড বাড়তে থাকে। অগ্নিকান্ডের কারনে আমজাদ মৃধার ৩টি বসত বাড়ি পুরে যায় ও ৫টি ছাগল পুরে মারা যায়।
ঘটনা স্থলে খবর পেয়ে পরিদর্শন করেন, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মিজানুর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা আক্তার (রত্না) ৪,৫,৬ ,।
কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মিজানুর রহমান, আমজাদ মৃধার ছেলে লিটনকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল। তখন আমজাদ মৃধার ছেলে লিটন বলেন আমাদের পাঁচটি ছাগল এবং তিনটি ঘর সহ অনেক টাকা-পয়সা অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘরের ভিতরে ছিল ফসল যেমন, গম, মরিচ, ধান, সহ জমির কাগজপত্র পুরে যায়।
আমজাদ মৃধার ছেলে লিটন এর কথা শুনে এস,এম, মিজানুর রহমান সরদার বলেন যে আমরা সরকারি অনুমোদন থেকে কিছু অর্থায়ন দিয়ে সাহায্য করার চেষ্টা করব।
Leave a Reply