সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

অন্তিম ইচ্ছা

…বিনয় মন্ডল
.
শৈশব আমার তোমার বুকে কাটলো বলেশ্বর,
এখন আমি দূরে থাকি নেই যে আমার ঘর।
এই তো সেদিন সাঁতার কেটে পার হয়েছি নদী,
যেই নদীটা স্রোতের টানে বইতো নিরবধি।
.
যৌবনে যে তোমায় রেখে থাকি অনেক দূরে,
দূরত্বেরই কষ্টে এখন অন্তর আমার পোড়ে।
জোৎস্না রাতে তোমার মুখে ঝিলিক যেনো পড়ে,
ঢেউ খেলে যায় স্বপ্নগুলো ছন্দে হৃদয় ভরে।
.
ঢেউ ছিলো যার ছলাৎছলাৎ আজও কাঁপে বুক,
আবার যদি দেখতে পেতাম উজান-ভাটির মুখ।
তোমার খোঁপায় গুজে দিতাম রক্ত জবা ফুল,
বুকে নিয়ে করতে আদর হতো না আর ভুল।
.
বুকের মাঝে পরবাসে এখন দারুন খড়া,
মধ্যরাতে চোখের কোনে নাড়ছে স্মৃতি কড়া।
সুযোগ পেলে তোমার বুকে আসবো আবার ফিরে,
খুঁজবো আমি ভালোবেসে বালেশ্বরের তীরে।
.
চর পড়েছে তোমার বুকে নেই কো স্রোতের ধারা,
তাই তো আমি তোমার শোকে হচ্ছি দিশেহারা।
তোমার বুকে ঠাঁই দিয়ো গো আমি মরার পরে,
অনন্তকাল তোমার বুকে থাকবো চিরতরে।
.
লালবাগ, ঢাকা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD