-আফরিনা পারভীন।
কোন আলোক ব্যক্তিত্বের পদ শব্দে
ঘুমন্ত কবিতা জেগে যায় যেনো।
জেগে উঠে তৎপরতা আমার কবিতায়।
আবির্ভাব ঘটে এক নব আলোকের।
ঘুমন্ত কবিতারা জেগে যায়।
শুষ্ক বার্ধক্য, নিরানন্দে,নিঃশব্দ।
পিছিয়ে থাকা লাজুক পা-
মূল্যহীন তখন ও।
নিষ্কর্ম মস্তিষ্কে নাড়া দেয় ব্যস্ত সজীবতা।
জেগে যায় আমার ঘুমন্ত কবিতারা।
সন্দীহাত,ভীত,অ-দক্ষতা গ্রাসে-
নষ্ট অনুভূতি।
সেই একাগ্রতা পরিশ্রান্ত নিঃশেষে-
আবির্ভাব ঘটে প্রদীপের।
ঘুমন্ত কবিতারা জেগে উঠে তখন।
নজরে লক্ষ নজর ব্যক্তিত্বের প’রে।
নিদারুণ ব্যথায় পথ খোঁজে তার-
আলোকের প্রেরণায়।
ঘুমন্ত আমি জেগে যাই,
আমার কবিতায়।
Leave a Reply