কাকলী মুখার্জী
কলকাতা
রাত গভীর হলে শ্বাস আটকায়!
বুকের ঠিক মাঝখানে,
মেঘ রঙা কষ্টগুলো
বরফের মতো জমাট বাঁধে!
আর স্লেট রঙের আকাশে
একফালি চাঁদের প্রত্যাশা!
রাতচরা পাখিগুলো বড়ো তীক্ষ্ণ স্বরে চিৎকার করে,
ভেঙে ফেলতে চায় সব নিস্তব্ধতা,
কিন্তু পারে না।
পুরোনো অভ্যাসগুলো
এতো বিদ্ধ করে যে কেন
কারোর জানা আছে কি!
নৈঃশব্দ্য মাঝে মাঝে মৃত্যুর মত শীতল হয়।
Leave a Reply