রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান
অরাত্রি’র প্রেম

অরাত্রি’র প্রেম

হাসনাহেনা রানু

অভিমানী মেয়ে অরিত্রি নীলা, নীল বেদনা নীড়ে অভিমানের আঁচল সরিয়ে
ভালবাসার তিলক চিহ্ন এঁকে দাও এ চাঁদ মুখে,
হৃদয়ের অলক্ষ্যে ভাললাগা অনুভূতিতে প্রেমের প্রদীপ শিখা জ্বালিয়ে দাও — আলতো হাতে ;
তুমি নীল আকাশ শাড়ি পরে সন্ধ্যার নরম পালকে নিঃশব্দে ঘুমাও কেমন ,
পূর্ণিমা রাতের জ‍্যোৎস্না তোমার খোলা বুকে আছড়ে পড়ছে —
টুপটাপ শিশির ঝরছে।
শাড়ির নীল আকাশ আঁচল খসে গেছে কবে ;
আমি মোমের আলোয় দেখেছি তোমাকে।

তুমি কোন মেয়ে নও
অপ্রকাশিত এক কবিতার অরাত্রি প্রেম ,
নক্ষত্রের নীল ফুলে ফুটেছ তুমি এক প্রহরে
রাতের আকাশ জুড়ে কখনো তুমি এই মেঘ
এই বৃষ্টি :
তুমি নীল নক্ষত্র মেয়ে দিরাত্রি —
কবিতা তোমার কথা বলে,
তোমার আদ‍্যপান্ত ঠাসা কবিতার অক্ষরে ।
তোমার ঠোঁটের আভায়
চোখের পাতায়,
চুলের খোঁপায়
মুখের কমনীয় গাঢ় সবুজ আভা তুলতুলে নরম ত্বকে দূর্বা ঘাসে রৌদ্র শিশিরের আলো ছায়ায় কবিতার শব্দরা কেমন কানামাছি লুকোচুরি খেলে ,
এক জীবনের সবুজ অরণ্যে তুমি গুচ্ছ গুচ্ছ শত রং গোলাপ হয়ে ফুটবে ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD