শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

অ‍্যালুমিনিয়াম মন

অ‍্যালুমিনিয়াম মন

হাসনাহেনা রানু

আকাশের বুকে নীলের আঁচড় কেটে কেটে কি করছ তুমি?
কেন কবিতা আঁকার চেষ্টা করছি
মানে?
কবিতা আবার আঁকে নাকি কেউ ?
কবিতা লিখতে হয়
বড় জটিল রহস্য
ভাব আসে
ভাবনা আসে,
কবিতা কেন আসে না?
কবিতা আমার কামনা বাসনা
এই দ্যাখো,
কবিতার জন্য আমার কত কি আয়োজন
ডায়েরি, কলম, ছন্দ
অলংকার
গুচ্ছ গুচ্ছ শব্দ
দু’হাতে নীল সরিয়ে আকাশের বাতিঘর খুলেছি আমি,
এখন বন্ধ আকাশের দুয়ার খুলে
ভেতরে প্রবেশ করে দেখব কি আছে
গুচ্ছ গুচ্ছ শব্দমালা:
মেঘের বুকে রোদ শুয়ে আছে,
আলো- ছায়ার খেলা
দেখার মত
আলোর রোশনি ঘুরে ঘুরে নিচে নামছে,
এভাবেই আমি কবিতা আঁকতে চেয়েছি
আকাশ বুকে
মেঘের রঙে;
কত কি আয়োজন আমার!

অথচ তুমি থামিয়ে দিচ্ছ আমায়
ওই দেখো, কবিতা মেঘের আলতো চুলের হাত খোঁপায় আধ ফোঁটা বকুল মালা জড়িয়ে আছে
চড়া রঙ শাড়ি জড়ানো সুঠাম দেহে
রাতের মোহিনী চোখ
ও চোখে প্রেম আছে,
আকুতি আছে
সামনে অশান্ত এক সমুদ্র দূর্বার ঢেউ ভাঙছে
মানে তুমি কি বোঝাতে চেয়েছ ?
কেন বোঝ না ?
বলছি কোন কিছুর শেষ নেই
রূপান্তর আছে:
আমি একটু একটু জানি
সবটা জানি না
ভেবে বলো,
কি হবে ?
ওহ্! কবি
ভেবে কি হবে ?
একটু যখন ভাবনা
তখন কবিই হব বরং আমি
ওহ্! তোমার অ‍্যানুমিলিয়াম মন;
কখনো বুঝতে চাইবে না
আঁকি বুকি করে কখনো কবিতা লেখা যায় না,
গুচ্ছ গুচ্ছ শব্দে কবিতা লিখতে হয়
তোমাকে দিয়ে কিছুই হবে না
তুমি বরং কবি হওয়ার আশা বাদ দাও,
তোমার জন্য এ দূরাশা:
চলো আমরা প্রসঙ্গ চেঞ্জ করি
কি দেখছ ওমন করে ?
কেন তোমাকে ?
কেন, আমার আবার কি হল ?
একটা আস্ত নীলাকাশ তুমি:
একটা নীল আকাশ খসে খসে পড়ছে
আমার দু’চোখের পাতায়
তোমার তুলনা তুমি প্রাণ, নীল আকাশের!
আকাশের চাঁদ ও কলঙ্ক মাখে গায়ে
কলঙ্ক ছলে:
সুন্দর আর সৌন্দর্যে
কে তবে তুলনা হবে ?
চাঁদের চোখ বেয়ে জল গড়াচ্ছে
রূপালী পৃথিবীর পড়ন্ত বিকেলে
ঢেউ ভেঙে ভেঙে অচেনা সমুদ্রে,
ইশ্! তুমি কি সুন্দর
অপেক্ষারত পৃথিবীর বাইরে
বাইরে মিশ কালো অন্ধকার
নীচে সমুদ্র,
তির তির করে ঢেউ ভাঙছে বাতাসে
আকাশে অসহায় তারা
রাতের বন্ধু ধ্রুবতারা
সপ্তর্ষি মন্ডল,
উড়ে উড়ে আসছে ঝড়ো বাতাস
তুমি যেন আমার সমুদ্র দীক্ষা;
সদা চঞ্চল এই তুমি
কখনো হীরা পান্না চূন্নির মত সবুজ
কিম্বা নীলার মত নীল
ঠোঁটের বাঁকে ভেঙে পড়া শিশুর সরল হাসির মত:

লাল সূর্যটা এখন সমুদ্র বুকে,
মনে হচ্ছে সহস্র সহস্র গোলাপ হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে
আবার ফিরে ফিরে যাচ্ছে দূর অজানায়;
শঙ্খচিল ডানা মেলে উড়ে যাচ্ছে
সমুদ্রের বুক চিরে গভীর রাতের মধ্য আকাশে,
হয়তো এভাবেই একদিন কবিতারা ফিরে আসবে
অ‍্যালুমিনিয়াম পৃথিবীর স্বপ্ন নীড়ের কাছে।

তাং: 19.10.2020

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD