বিশেষ প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সহিদ মিয়া (৭০)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী নোয়ামুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আখাউড়া থানা পুলিশ তাকে আটক করে।
সহিদ মিয়া আখাউড়া সীমান্তের মনিয়ন্দ নেয়ামুড়া এলাকার তালিকাভুক্ত মাদক সম্রাট একাধিক মামলার আসামি আনোয়ার মিয়ার পিতা। আনোয়ার নাজু হত্যা মামলার অন্যতম পলাতক আসামী।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, আটককৃত ব্যক্তির সবজি ক্ষতের মধ্যে গাঁজা গাছ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ তাকে আটক করে পুলিশ।
ওসি আরো বলেন, আটককৃত ব্যক্তি গাঁজা ব্যবসা এবং সেবনের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আরো তথ্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে। মাদক আইনে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Leave a Reply