বিশেষ প্রতিনিধি।।
আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ায় ২ যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর গোধূলি’ ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ট্রেনে ঢিল ছোড়ার সময় তাদেরকে হাতে নাতে আটক হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের সুমন মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (২৩) এবং নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই যুবক ঢিল ছোঁড়ে। স্টেশনে দায়িত্বরত পুলিশ তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সোমবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়। তবে তাদের ঢিলে ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি।
Leave a Reply