নিউজ ডেক্সঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়ার বসত ঘরের খাটের নীচ থেকে গাজা উদ্ধার হয়। এ সময় ইব্রাহীম মিয়ার ছেলে সুলেমান (২৮) ও আমোদাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৩৭) কে আটক করে আখাউড়া থানা পুলিশ।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে ৭ কেজি গাঁজাসহ ওই দুইজন চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। আসামিদের দুপুরে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply