শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু কসবায় কালবেলা সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও ক্যামেরা ভাংচুরের অভিযোগ কসবায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-২ সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় কসবার ইসহাক নিহত কসবায় ঈদ পুনর্মিলন নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে কসবায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকায় আহত ২জন পেলেন সরকারী আর্থিক অনুদান হাসিনার মত এত বড় দুর্ধর্ষ এত জুলুমকারী হতে পারবে না – হাসনাত আবদুল্লাহ দেশ বরেণ্য আলেম আল্লামা মুফতি অধ্যক্ষ মো. আবদুল মতিন (র) এর ইন্তেকাল স্বদেশ কাঁপানো প্রমত্ত হুংকারে কসবায় বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম শুরু
আখাউড়ায় রাধামাধব আখড়ায় হলো কোরআন তেলেওয়াত

আখাউড়ায় রাধামাধব আখড়ায় হলো কোরআন তেলেওয়াত

বিশেষ প্রতিনিধি।।

শ্মশাণের পাশেই কবরস্থান, মাদরাসার পাশেই মন্দির- এমন সাম্প্রদায়িক সহাবস্থান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। আবারো এমন একটি দৃষ্টান্ত স্থাপন হলো এ এলাকাতে। এবার ওই এলাকার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়ায় হলো কোরআন তেলেওয়াত।

আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজলকে সমর্থনদানে আয়োজিত বৃহত্তর রাধানগরবাসী আয়োজিত সভার শুরুতে শনিবার রাত আটটার দিকে কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন মুফতি মো. কেফায়েত উল্লাহ। পরে সুকান্ত কুমার চক্রবর্তী গীতা থেকে পাঠ করেন। জনসভার মূল মঞ্চটি ছিলো মন্দিরের একেবারে পাশ ঘেঁষে।
রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রসঙ্গে বলেন, ‘আখাউড়া সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম জায়গা। সাম্প্রতিক সময়ে মুসলমানদের সহযোগিতায় শ্মশানের জায়গা উদ্ধার হয়েছে। আমাদের এলাকার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আরো যদি দেবোত্তর সম্পতি বেদখল থেকে থাকে সেগুলো উদ্ধারেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এলাকাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD