বিশেষ প্রদিনিধি।।
পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে (৬৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকার কুমারপাড়া রেলগেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।
মরদেহের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই।
তবে স্টেশনে ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি জানান, রোগাক্রান্ত ও মানসিক ভারসাম্যহীন ওই নারীকে বেশ কিছু দিন ধরে স্টেশন এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। মরদেহের পরিচয় উদ্ঘাটনে চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।
Leave a Reply