সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

আখাউড়া পৌর নির্বাচনে নৌকা পেলেন তাকজিল খলিফা কাজল

আখাউড়া পৌর নির্বাচনে নৌকা পেলেন তাকজিল খলিফা কাজল

আখাউড়া প্রতিনিধি :

আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে পৌর মেয়র পদে নির্বাচন করবেন বর্তমান মেয়র জনাব, তাকজিল খলিফা কাজল। দলীয় মনোনয়নের আরেক প্রার্থী ছিলেন মোবারক হোসেন রতন। কিন্তু দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন বলে তিনি জানান। এছাড়া বিএনপি থেকে জয়নাল আবেদীন আবদু নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ।

জমে উঠছে আখাউড়ার পৌর নির্বাচন। এখানে লড়াই হবে ত্রিমুখী।

দেশব্যাপী অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচনে ৪র্থ ধাপে আগামী ১৪ ই ফেব্রুয়ারি সীমান্ত ঘেঁষা জনপদ আখাউড়া অনুষ্ঠিত হবে পৌর নির্বাচনে।

প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ২৮৯১০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণির এ পৌরসভা এখন প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বহু আগে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া কাউন্সিলর পদে কতজন প্রার্থী মাঠে থাকবে সেটা মনোনয়ন দাখিল ও প্রত্যাহার দিন জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD