হিরু কান্তি দাশ
বান্দররবান প্রতিনিধি
আজ ২১ আগষ্ট শুক্রবার বিকাল ৩ টা দিকে মার্কেট ভেতর থাকার দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসমই পূরবী মার্কেট ভেতরে প্রায় ২৫ টি দোকান পুড়ে গেছে । প্রায় সাড়ে পাঁচ টা দিকে খবর পেয়ে সেনাবাহিনী,, পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস বান্দরবান সদরে দুইটি আগুন নিয়ন্ত্রণ রক্ষা করে। বান্দরবান ফায়ার সার্ভিস সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক শটকার্ট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি । ২৫টি মত দোকান পুড়ে যায় । ক্ষতি পরিমাণ এখনো তথ্য আসে নাই ।
Leave a Reply