মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

আজব শহর কলিকাতা

রিনা দাস

ছিল কলিকাতায় ব্যাঘ্রবাহিনী
ছিল বাঘের বাসা
বাঘের মতো ছিল যারা
ছিল যাওয়া আসা ৷

কালের নিয়ম অনুসারে
হলো তাদের অস্ত
উচ্ছৃঙ্খলতার রাজনীতিতে
সবাই এখন ত্রস্ত ৷

নেই এখন কলিকাতায়
সেই আভিজাত্য
নেই কুলের ঠিকঠিকানা
এক্কেবারে ব্রাত্য ৷

নেই এখন কলিকাতায়
দখিন হাওয়ার সন্ধ্যা
নেই এখন শ্যামল তরু
প্রকৃতি প্রায় বন্ধ্যা ৷

মুখোশধারী কলিকাতা
পশুদের তুল্য
সৎ মানুষের নেই সাহস
নেই কোন মূল্য ৷

আজব শহর কলিকাতা
বর্ননার নাই শেষ
ধন্য ওহে কলিকাতা
আছ তুমি বেশ ৷
— — — — —

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD