দীর্ঘ আট মাস পর খুলে দেয়া হচ্ছে ওমরাহ, থাকছে কিছু শর্ত প্রবাস- সেমি লিড – এম ওয়াই আলাউদ্দীন ২৮ অক্টোবর, ২০২০ ০৯:৫২ করোনাভাইরাসের কারণে দীর্ঘ আট মাস পর ১ নভেম্বর থেকে বাংলাদেশসহ বহির্বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ওমরাহ পালন করতে পারবেন। সৌদি ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর আব্দুল আজিজ বিন আব্দুর রহিম ওজান একথা জানিয়েছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সার্কুলার থেকে জানা গেছে, বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব মুসলমান ওমরাহ পালনে আগ্রহী তাদের জন্য কিছু শর্ত রয়েছে। যেমন, ১৮ থেকে ৫০ বছরের বয়সীরা ওমরাহ পালন করার সুযোগ পাবেন। বিজ্ঞাপন উল্লেখিত দেশগুলো থেকে কমপক্ষে ৫০ জনের গ্রুপ করে ওমরাহ পালন করার আবেদন করতে হবে।
Leave a Reply