রিয়া ভট্টাচার্য
কলকাতা
মণিকর্ণিকা ঘাটে অস্পষ্ট লেখা কিছু প্রিয় নাম….
অনিত্যসন্ধীতে আবগাহন করে দিগন্তরেখার সীমান্তপারে,
বাতাসে ভেসে চলে আলোচালের হালকা গন্ধ ‘
দলাপাকানো পিণ্ডদলায় ঘোরাঘুরি করে নীলচে মাছির দল,
সীমানাহারা ব্যস্ত পথে ইতিউতি হাতড়ায় মন আবর্জনা —
উদাসীন বিপ্লবে লুটেপুটে খায় সময়ের ছড়ানো খই,
মূহুর্তগ্রাসী সময়যন্ত্রনায় গুঁঙিয়ে ওঠে শিরা…
কবিতার ভাষায় গুণগুনিয়ে ওঠে আত্মশ্রাদ্ধ মন্ত্র,
কবির রক্তে ফুটে ওঠে লালচে চালের খুদ…
চ্যাটচ্যাটে মুঠোয় খেলা করে লোভী পিঁপড়ের লালা ‘
অনায়াসে পার করে চলে খোদার খোন্দকারি,
মুক্তি পেতে ভালোবাসা নয় একমুঠো চাল দরকারি।।
Leave a Reply