স্টাফ রিপোর্টার:
গ্রামাঞ্চলে ক্রিকেটের আনন্দটাই ফিকে হতে বসেছিল। স্থানীয় ভাবে জমজমাট ম্যাচের দেখা মেলে খুব কমই। এমন এক সময়ে দারুণ রোমাঞ্চকর এক মিনি নাইট (শর্ট বাউন্ডারি) ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিল বিজয়নগর উপজেলার আদমপুর কাহারু ভূইয়া বাড়ি যুবসমাজ। আয়োজনে ছিলনা কোন ঘাটতি। সন্ধ্যা ৬ টা থেকেই দর্শক গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
মঙ্গলবার আদমপুর কাহারু ভূইয়া বাড়ি যুবসমাজ উদ্যোগে অনুষ্ঠিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল। উদ্বোধন ঘোষনার সাথে সাথে আতষ বাজির ফোয়ারা দেখে দর্শকরা উচ্ছাস প্রকাশ করে।
খেলায় বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সদস্য সামছুল আলম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সদস্য মহিউদ্দিন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক শামীম আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী
আবুল কাশেম খাঁন, বিজয়নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজভী, জালাল আহমেদ রিদয়, বিল্লাল খন্দকার, পত্তন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে এফবিসিসিআই এর সদস্য মহিউদ্দিন খোকন বলেন খেলাধুলার বিকল্প নেই। এতে শরীর ও মন ভাল রাখে। অপরাধ থেকে দূর থাকা সম্ভব। তাই কর্ম ও খেলাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।
বিজয়নগর উপজেলার আদমপুরে কাহারু ভূইয়া বাড়ি যুবসমাজের সৌজন্যে টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় আদমপুর কাহারু ভূইয়া বাড়ি একাদশ ক্লাব ৩৪ রানে পেটুয়াজুরি একাদশ ক্লাব কে পরাজিত করে।
খেলায় বিজয়ীদের হাতে ১ম পুরুষ্কার ফ্রিজ ও রানারআপ টিমকে ২য় পুরুষ্কার হিসেবে একটি টিভি তুলে দেন তুলে অতিথিরা।
Leave a Reply