মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ পুলিশের সুদান নারী পুলিশ সদস্যদের সহায়তা সামগ্রী প্রদান

আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ পুলিশের সুদান নারী পুলিশ সদস্যদের সহায়তা সামগ্রী প্রদান

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশ ফর্মড পুলিশের নের্তৃত্বে উনামিড শান্তি রক্ষা মিশনে পালিত হয়। সুদানিজ সময় ১০ টায় বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে সুদান মহিলা পুলিশ সদস্যদেরকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন সহয়তা সামগ্রী প্রদান করা হয়। এই সামগ্রী গ্রহন করেন উত্তর দারফুরের ডেপুটি পুলিশ কমিশনার কর্নেল আব্দেল কারিম বিন কাশেম। এই সময় উপস্থিত ছিলেন এল ফাশের গস পুলিশের সমন্বয়ক কর্নেল আমির ও সুদান পুলিশ লিয়াজো অফিসার সাউদা মারিয়াম। এল ফাশেরে গস পুলিশকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের এটি ৩য় বারের মত শুভেচ্ছা সামগ্রী প্রদান প্রোগ্রাম । প্রদান অনুষ্ঠানে উপহার সামগ্রী গ্রহণকারী সুদান পুলিশ লিয়াজো অফিসার সাউদা মারিয়াম শুভেচ্ছা উপকরণ প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এই প্রথম কোন দেশ আমাদের উন্নয়নে এগিয়ে এসেছে যা ইতিহাসে স্বর্নাক্ষরে লিখা থাকবে। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা প্রদান করেন এবং স্বাধীনতার মাসে মুজিব বর্ষ উপলক্ষ্যে এই সহয়তা সামগ্রী দিতে পেরে বাংলাদেশ পুলিশ গর্বিত বলে মনে করেন। শুরুতে সুদানিজ সময় ৮.৩০ এ উনামিড মিশনের পুলিশ কমিশনার ডঃ সুলতান আজম তিমুরির সভাপতিত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের মহিলা সদস্যদের নিয়ে এল ফাশের লজিস্টিক বেজ এরিয়াতে র্যাবলি প্রদক্ষিন করে। এই র্যা লিতে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ২০জন নারী সদস্যসহ তুরস্ক, পাকিস্তান, নাইজেরিয়া, ঘানা, জার্মানী, জিম্বাবুয়ে, ইথোপিয়া, কেনিয়া সহ প্রায় শতাধিক নারী শান্তিরক্ষী অংশগ্রহন করে। বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট আন্তর্জাতিক নারী দিবসের র্যা লিটি সার্বিক দায়িত্বে ছিল এবং জাতির পিতার ছবি সম্বলিত ব্যানারে র্যািলিটি পরিচালিত হয়। র্যা লি শেষে পুলিশ কমিশনার র্যাবলি পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন এবং এই মিশনে কমান্ডারের নের্তৃত্বে ব্যানএফপিইউ এর মহিলা সদস্যদের উনামিড মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ভূয়সী প্রশংসা করেন। ব্যানএফপিইউ কমান্ডারসহ আরো বক্তব্য রাখেন তুরস্কের কন্টিঞ্জেন্ট কমান্ডার কর্নেল গুলুজার গুলন্দাজ, জার্মানীর কমান্ডার কররেন মাইকেল রুহি। নারী প্লাটুন কমান্ডার শামীমা বলেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচুত্য মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান, গস পুলিশের কমিশনারকে জাতির পিতার জীবনীমূলক ইংরেজী অনূদিত শতাধিক বই প্রদান করা হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও সুদান পুলিশের মাঝে ভার্তৃত্ববোধ বৃদ্ধি পেয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD