মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:০৯ অপরাহ্ন

আমার খেয়ালি খামে

আমার খেয়ালি খামে

সুলতানা ফিরদৌসী।।

আবারও বৈশাখ এলো হাওয়ায় হাওয়ায় ধেয়ে
বাঙ্গালী সেজেছে বর্ষবরনের আনন্দে দিশাহারা
শুধু তুমি নাই পান্তা ইলিশ, পিঠাপুলি, বৈশাখী মেলায়,নেই তুমি মঙ্গল শোভাযাত্রায়। প্রিয়তম
আমার হালখাতায় তোমাকে খুজতে থাকি
কোথায় তুমি? টিএসসি বা রমনার বটমূলে
পাইনা তোমাকে। বৈশাখের মেলাতে ঘুরে
বহু মানুষের ভিড়ে একই কন্ঠে গাইবো সাম‍্যের
গান।আমার খেয়ালি খামে তোমাকে পাঠালাম
নতুন বছরের শুভেচ্ছা। এসো তাই ভুলে যাই
জাতি বর্ণ বিদ্বেষ,সারা বছর মিলে থাকবো
আমার খেয়ালি স্বপ্নে তুমি আছো এবং থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD