নিউজ ডেস্কঃ
অভ্যন্তরীণ নৌপথে দেশের খাদ্যপণ্য এই প্রথম রপ্তানি হতে যাচ্ছে। মঙ্গলবার ঘোড়াশাল অভ্যন্তরীণ নৌবন্দরে প্রাণ ইন্ডাস্ট্রিজ পার্ক থেকে ভারতের উদ্দেশে বেসরকারি জাহাজ আলিফ লাম মীম-৩ জাহাজটি
ছেড়ে যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিত্র) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল
নৌবন্দর থেকে খাদ্য পণ্যবাহী জাহাজ দুপুরের দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে । এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাণ ইন্ডাস্ট্রিজ পার্ক থেকে পণ্যসমূহ ভারতের কলকাতার উদ্দেশে ছেড়ে যাওয়া জাহাজে লোড হচ্ছে।
উল্লেখ্য, প্রাণ গ্রুফ অফ কোম্পানির ফ্রুট ড্রিংকস এই পথে পণ্য রপ্তানি করছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য সমুদ্র ও স্থলপথে রপ্তানি হচ্ছে অনেক বছর থেকে। কিন্তু অভ্যন্তরীণ নৌপথে খাদ্যপণ্য রপ্তানির ঘটনা এই প্রথম। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক প্রতিদিনের সংবাদকে জানান, ভারতে স্থল ও সমুদ্র পথে পণ্য রপ্তানি হচ্ছে। তবে অভ্যন্তরিণ নৌপথে খাদ্যপণ্য রপ্তানির নজির এই প্রথম। এই পথে পণ্য রপ্তানিতে সমুদ্র ও সড়ক পথের তুলনায় অনেক সাশ্রয়ী হবে। এই পথে খাদ্য রপ্তানির ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে জানান সংস্থার চেয়ারম্যান।
প্রাণ কোম্পানির প্রতিনিধি বাংলার চোখ সংবাদকে জানান, ভারতের উদ্দেশে ছেড়ে যাওয়া পণ্যবাহী জাহাজে ৪০ হাজার কার্টুন খাদ্যপণ্য পাঠানো হচ্ছে। এটিই প্রথম চালান। পর্যায়ক্রমে জাহাজের সংখ্যা বাড়ানো হবে। প্রতিটি কার্টুনে ৭২টি করে প্যাকেট রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের মাধ্যমে খরচ কমবে সড়ক ও সমুদ্র পথের চেয়ে ৩৫
শতাংশ। তবে সময় সাশ্রয়ী হবে না। সড়ক ও সমুদ্র পথের মতো ভারতের কলকাতায় পণ্য পৌঁছাতে নৌপথে চার দিন সময় লাগে।
নৌপথে পণ্যবাহী জাহাজগুলো ঢাকা দিয়ে চাঁদপুর-বরিশাল-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আংটিহারা
দিয়ে ভারতে পণ্যবাণী জাহাজ ভারতে প্রবেশ করে কলকাতায় পৌঁছাবে।
Leave a Reply